
তেঁতুলিয়ায় ৬ হাজার সুবিধাভোগীকে নিয়ে মতবিনিময়
তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের তেতুলিয়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের সরকারি সুবিধাভোগী প্রায় ৬হাজার জন নারী-পুরুষকে নিয়ে মতবিনিয় সভা অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। উন্নয়নের ধাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহব্বান জানান তিনি।
উক্ত সভায় শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।।উপস্থিত ছিলেন।
নিউজটি পড়েছেন : ২০৫