
ডেক্স নিউজঃ– অদ্য ১৮ এপ্রিল২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ মোশাররফ হোসেন, এএসআই সোহেল আহমেদ, এএসআই মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১। দায়রা- ৩৩৮২/২২, সিআর- ৮১৭/২১, ধারাঃ- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী, ০২। সিআর- ৪৬১/২০, ধারাঃ- ৪২০/৫০৬ পিসি, প্রসেস নং- ১২৮৯/২৫, ০৩। সিআর- ৪৬১/২০, ধারাঃ- ৪২০/৫০৬ পিসি, প্রসেস নং- ৯৬৭/২৫ (পিএন্ডএ), ০৪। সিআর- ৯৫২/২৩, ধারাঃ- ৪২০ পিসি, প্রসেস নং- ১৪১৫/২৫, ০৫। সিআর- ৯৫২/২৩, প্রসেস নং- ১২৪৯/২৫ সংক্রান্তে ০১টি সিআর সাজাসহ মোট ০৫টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আহমদুর রহমান একরামকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় ০৩টি সিআর গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
