
সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ছিনতাই কারী গ্যাং সদস্যর আটক-০১
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ শাহজাহান সঙ্গীয় ফোর্স সহ ইং ১৯/০৪/২০২৫ তারিখ রাত ০৪:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী ০১। মোঃ আরাফাত (১৯), পিতা-মৃত আবুল কালাম, মাতা-আয়েশা বেগম, সাং-গোরাকঘাটা, নুর ভিলা, থানা-মহেষখালী, বর্তমানে বাড়ইপাড়া এলাকায় ভাসামান, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
নিউজটি পড়েছেন : ৯