
কানুনগোপাড়া তরুণ সংঘের নতুন কার্যকরী পর্ষদ গঠন
বোয়ালখালি চট্টগ্রাম প্রতিনিধি- কানুনগোপাড়া তরুণ সংঘের নতুন কার্যকরী পর্ষদ গত ১৮ এপ্রিল ২০২৫ইং তারিখে বোয়ালখালী উপজেলার অন্তর্গত কানুনগোপাড়া গ্রামের তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গনে গঠিত হয়। ২০২৫-২৭ ইং মেয়াদে আগামী ৩ বছরের জন্য প্রকৌশলী চন্দন চক্রবর্ত্তী সভাপতি এবং রাজীব দে সাধারণ সম্পাদক ও সুচয়ন পাঠক অর্থ-সম্পাদক নির্বাচিত হয়। নতুন কার্যকরী পর্ষদের উপদেষ্টা মন্ডলী মাষ্টার রনজিত দে, মাস্টার রতন রক্ষিত , প্রফেসর হরিধন চক্রবর্ত্তী, মিলন দে, নারায়ণ চক্রবর্ত্তী, সুদর্শন চক্রবর্ত্তী, দেবাশীষ পাঠক, শুভংকর দে, সঞ্জয় দে সহ ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নতুন কার্যকরী পর্ষদ গঠন করা হয়।
নতুন কার্যকরী পর্ষদ সংগঠনের উন্নয়ন এবং সমাজের জন্য বিভিন্ন সেবা মূলক কার্যক্রম সহ শিক্ষণীয় কার্যক্রম পরিচালনা করার আশা ব্যক্ত করেন। সংগঠনের বর্তমান ডাক্তারদের নিয়ে অতিশীগ্রই একটি হেলথ ক্যাম্প আয়োজন করার আসা ব্যক্ত করেন।
নিউজটি পড়েছেন : ৩০