
চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসায়
আরবি ভাষা শিক্ষা কোর্স উদ্বোধন
মাদরাসা শিক্ষার্থীদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে— খোরশেদ আলম সুজন
নিউজ ডেক্সঃ-“ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদেরকে আধুনিক বিশ্বের উপযোগী যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে।”
আজ ১৯ অক্টোবর ২০২৩ তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসায় আরবি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তাগণ এসব কথা বলেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দারুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ মুহসিন ভূঁইয়া। এতে আরো উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, শায়খুল হাদিস আল্লামা মকছুদ আহমদ, সহকারী অধ্যাপক ফরিদুল আলম, সহকারী অধ্যাপক মাওলানা অলি আহমদ, আরবি প্রভাষক ড. মুফতি মাহবুবুর রহমান, অভিভাবক মোহাম্মদ নোমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্স পরিচালক ও আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দীন।
নিউজটি পড়েছেন : ২০৩