রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কাব্যদেবী —–উজ্জল মূৎসুদ্দী

কাব্যদেবী
উজ্জল মূৎসুদ্দী

তোর নেশাতে কাটে আমার দিন,
তোর নেশাতে কাটে মায়াবী রাত,
তোর নেশাতে পূর্ণিমা রাত জাগি,
বুঁদ হয়ে থাকি যখন সুপ্রভাত।

তোর মায়াতে টেবিলে ঘুমিয়ে পড়ি,
তোর মায়াতে ঘুম থেকে রোজ উঠি,
তোর মায়াতে কী-বোর্ডে আঙুল চলে
তুই ছাড়া যে সবাইকে দিই ছুটি।

তোর মমতায় শব্দ খুঁজে মরি,
তোর নিনাদে উল্লাসে আজ মাতি,
তোর চয়নে বিশ্বলোকে ঘুরি,
তুই যে আমার কল্পলোকের সাথী।

তুই যে আমার সৃষ্টিসুখের কষ্ট,
তুই যে আমার শিরোপরে পালক,
তোর সুবাদে পদতলে সব নষ্ট,
অনুরাগে তোর নাকেতে দিই নোলক।

তুই যে আমার ভালবাসার গান,
অনুরাগের উর্বশী কাব্যদেবী,
তোর জন্যে হারাই অর্থকড়ি,
বন্ধু, স্বজন, সোহাগী বউ সবই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email