
এন.আর. ফায়ার ইন্টারন্যাশনাল
এর যাত্রা শুরু
ভদন্ত দীপানন্দ ভিক্ষুর উদ্বোধনে “এন.আর. ফায়ার ইন্টারন্যাশনাল”-এর যাত্রা শুরু
নিজস্ব প্রতিনিধিঃ- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবসেবী, ধর্মগুরু ও কধুরখীল মারজিন বিহার-এর অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষু মহোদয়ের উদ্বোধনে গতকাল ১২ মে শুভ সূচনা হলো “এন.আর. ফায়ার ইন্টারন্যাশনাল” নামক একটি আধুনিক ফায়ার সেফটি পণ্যের প্রতিষ্ঠান।
বাংলাদেশ ফায়ার সার্ভিস থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ফায়ার ফাইটার বাবু নটু বড়ুয়া ও তাঁর সহধর্মিণী রুজি বড়ুয়া’র দীর্ঘদিনের সাধনা ও স্বপ্নের ফসল এই প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে ভদন্ত দীপানন্দ ভিক্ষু ফিতা কেটে ও মঙ্গল কামনার মাধ্যমে প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ধর্মীয় কীর্তন শিল্পী জুসি বড়ুয়া, কধুরখীল মারজিন বিহারের উপাসিকা দিপু বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা।
এই উপলক্ষে কধুরখীল মারজিন বিহার-এর জন্য একটি ফায়ার এক্সটিংগুইশার ও অন্যান্য ফায়ারফাইটিং সরঞ্জাম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দান করা হয়।
এন.আর. ফায়ার ইন্টারন্যাশনাল-এ পাওয়া যাবে—
Fire Extinguisher ও Fire Safety Equipment
ফায়ার সংক্রান্ত যেকোনো পণ্য ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাবে