
বাংলাদেশ বৌদ্ধ ভ্রাতৃত্ব পরিষদের সিনিয়র সভাপতি ডাঃ অজিতেষ বড়ুয়ার পরলোক গমন
বাংলাদেশ বৌদ্ধ ভ্রাতৃত্ব পরিষদের সিনিয়র সভাপতি ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটিয়া উপজেলার সহ-সভাপতি পরম কল্যানমিত্র ডাঃ অজিতেশ বড়ুয়া চৌধুরী(রাজু ) আজ সন্ধ্যা ৭.৩০ টায় সকলকে শোক সাগরে ভাসিয়ে পরলোকে গমন করেন।
সমাজসেবী,মানবিক পুরুষ,ডাঃ অজিতেশ বড়ুয়ার পরলোক গমনে “বাংলাদেশ বৌদ্ধ ভ্রাতৃত্ব পরিষদের পক্ষে সভাপতি কবি ও গবেষক বাবু বিশ্বজিত বড়ুয়া ও মহাসচিব বাবু সুমন বড়ুয়া গভীর শোকানুভূতি প্রকাশ করেন
বর্তমানে ওনার মরদেহ চট্রগ্রাম কাতালগঞ্জ নবপন্ডিত বিহারে সংরক্ষিত রয়েছে।
নিউজটি পড়েছেন : ২০