রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“মিথ্যার রাজত্ব”—— >জিতেন্দ্র লাল বড়ুয়া 

“মিথ্যার রাজত্ব”

          জিতেন্দ্র লাল বড়ুয়া 

মিথ্যার রাজত্বে অসত্যের দাপটে
সমাজ হয়েছে আজ কলুষিত,
ভালো মানুষেরা আজ বিছিন্ন
মিথ্যাবাদীরা আবার সংগঠিত।

এদের দ্বারা সমাজব্যবস্থা আজ
কয়েকভাগে বিভক্ত হয়ে আছে,
অসহায় নিরীহরা হচ্ছে সদা বঞ্চিত
কাউকে বলার পাচ্ছে না পাশে।

সংখ্যায় এরা অনেক বেশি
সংঘবদ্ধভাবে থাকে সদা,
অত্যাচারী চিরকালই ভীরু
চলে ফিরে একসাথে সর্বদা।

হরহামেশা মিথ্যা বলে বেড়ায় যারা
তারাই আবার সাধু সেজে করে সর্বনাশ,
অন্যায় অবিচারে অতীষ্ঠ হয়ে জনগণ
অশান্তিতেই কাটাচ্ছে দিন আজ।

মিথ্যার জগতে সৎপথে চলা মানুষ আজ
সংগত কারণে চলতে হয় এসবকে এড়িয়ে,
চলমান সমাজে আমরা যাহা দেখতে পাই
অন্যায়কারীরা আবার সব সময় এগিয়ে।

ভালো এবং জ্ঞানী মানুষেরা আজ বিছিন্ন
নিজে রক্ষা করে রাখছে তাদের সম্মান,
অথচ সমাজে এসব জ্ঞানী গুণীর
রয়েছে এখনো অনেক অবদান।

জ্ঞানী গুণীর কথা শুণার মানুষ
সমাজে পাওয়া যায় না এখন,
তাইতো তারা সম্মান বাচাতে
কাটাচ্ছে এখন ঘরবন্ধী জীবন।

যাদের দ্বারা সমাজ আজ কলুষিত
দুর থেকে করছে তাদের পৃষ্ঠপোষকতা,
সেই সমাজেরই নামীদামী শিক্ষিত একশ্রেণী
কুক্ষিগত করে রাখতে চায় তারা ক্ষমতা।
—————————–

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email