
“বর্ষা এলে বাংলাদেশ ”
তুষার কান্তি বড়ুয়া
বাংলাদেশে বর্ষা এলে
কাদামাখা দেশ,
বর্ষা এলে বৃষ্টি ঝরে
মেঘের ঘরে রেশ।
বর্ষা এলে টাপুর টুপুর
বৃষ্টি ঝরে গায়,
বর্ষা এলে মেঠোপথে
কাদা লাগে পায়।
বর্ষা এলে পানির স্রোত
জল থৈথৈ করে,
বর্ষা এলে নাও সাম্পান
ঢেউের পরে পরে।
বর্ষা এলে জল থৈথৈ
নৌকা ভেলার খেলা,
বর্ষা এলে নদীর বুকে
মাঝি মল্লার মেলা।
বর্ষা এলে উথাল পাথাল
নাও সাম্পানে পাল,
বর্ষা এলে মাছ ধরতে
জেলে পাতে জাল।
বর্ষা এলে নদীর মুখে
বাড়ে পানির ঘোর,
বর্ষা এলে নদীর ঢেউে
বাড়ে পানির জোর।
বর্ষা এলে নায়ের মাঝি
পাল তুলে দেয় নায়ে,
বর্ষা এলে বৃষ্টি ঝরে
মাঝি উদোম গায়ে
বর্ষা এলে নায়ের মাঝি
টুপি পড়ে থাকে,
বর্ষা এলে হালিশ সুহান
শক্ত হাতে রাখে।
বর্ষা এলে নদীর বুকে
ঢেউের নাচানাচি,
বর্ষা এলে মাঝি চালায়
তীরের কাছাকাছি।
বর্ষা এলে নদীর বুকে
আছড়ে পড়ে ঢেউ,
বর্ষা এলে জলের স্রোতে
নামে না জলে কেউ।
বর্ষা এলে নদী তীরে
সবই একাকার,
বর্ষা এলে নদীর ঢেউ
আছড়ে পড়ে বারবার।
বর্ষা এলে জেলের জীবন
মরণ পথের যাত্রী,
বর্ষা এলে জেলে কাটায়
জোয়ার ভাটার রাত্রি।
বর্ষা এলে জোয়ার ভাটায়
নদীর ছন্দ পতন,
বর্ষা এলে মাঝ দরিয়ায়
খুঁজে ঝিনুক রতন।
বর্ষা এলে পাহাড় ঝর্ণায়
গড়িয়ে পড়ে পানি,
বর্ষা এলে ভরে পুকুর
জলে কানাকানি।
বর্ষা এলে পাখির বাসা
ভিজে বৃষ্টির জলে,
ডিম পেড়ে তা দেয়না
বৃষ্টি আদ্রতার ফলে।
বর্ষা এলে ঘাসের ডগায়
জোকের আধিপত্য,
বর্ষা এলে সাপ ব্যাঙের
তীব্র দ্বন্দ্ব কথ্য।
বর্ষা এলে ছাতা মাথায়
হাটে পথিকজন
বর্ষা এলে আছাড় খায়
কাদা পথে সর্বক্ষণ।
নিউজটি পড়েছেন : ১৭১