রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার সহ ০১ জন গ্রেফতার

চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার সহ ০১ জন গ্রেফতার

গত ৩০ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.১৫ ঘটিকা হইতে ইং ৩১ মার্চ ২০২৫ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় পাঁচলাইশ মডেল থানাধীন প্রবর্তক মোড়স্থ আফমী প্লাজা মার্কেটের পার্কিং স্থলের বেইজমেন্ট-২ হতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাদী-মোঃ সোহেল চৌধুরী (৩৫) এর মালিকানাধীন ১টি টয়োটা জি করোলা প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-গ-১১-৭২০৭, যাহার চ্যাসিস নং-NZE121-3188584, রং-গোল্ড, মডেল-২০০৩, ০৪ সিলিন্ডার, ১৪৯৬ সিসি চুরি করিয়া অজ্ঞাত স্থানে নিয়া যায়।বাদীর উক্তরূপ এজাহারের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-০১, তাং-০৪/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড-১৮৬০ রূজু হয়। অতঃপর পাচঁলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে বর্ণিত মামলার আইও-এসআই(নিঃ)/ শামীম রহমান, এসআই(নিঃ)/মনিরুল ইসলাম, পিএসআই(নিঃ)/নাঈম আহমদ সঙ্গীয় ফোর্স সহ ০৬ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক রাত ১১:৩০ ঘটিকার সময় পতেঙ্গা মডেল থানাধীন সী-বিচ এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক মোঃ রাসেল (৩৬)’কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামী-মোঃ রাসেল (৩৬) এর হেফাজত হতে অত্র মামলা সংক্রান্তে চোরাইকৃত ১টি টয়োটা জি করোলা প্রাইভেটকার, যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-গ-১১-৭২০৭, যাহার চ্যাসিস নং-NZE121-3188584, রং-গোল্ড, মডেল-২০০৩, ০৪ সিলিন্ডার, ১৪৯৬ সিসি উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করেন। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email