সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পোষাক শ্রমিক চাঁদনী খাতুনকে ছুরিকাঘাতে হত্যার আসামী সবুজ গ্রেফতার

পোষাক শ্রমিক চাঁদনী খাতুনকে ছুরিকাঘাতে হত্যার আসামী সবুজ গ্রেফতার

নিউজ ডেক্সঃ– গত ০৫ এপ্রিল ২০২৫ তারিখ নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গার্মেন্টস্ কর্মী চাঁদনী খাতুন
(২২),কে আসামী সবুজ খন্দকার(২৯) পারিবারিক
কলহের জের ধরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করে ঘটনাস্থলে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি রেখে পালিয়ে যায়। গত ইং ০৫/০৪/২০২৫ তারিখ বিকাল বেলা ভিকটিম চাঁদনী খাতুন (২২) নিজ কর্মস্থল সিইপিজেডস্থ এভার টুবি গার্মেন্টস্ হতে পায়ে হেঁটে নিজ বাসায় ফিরছিলেন। বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় ভিকটিম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর মৌজাস্থ খাজা খিজির রোড, রাউজান সুয়েটার ফ্যাক্টরীর সামনে মাহি কুলিং কর্ণার নামীয় বন্ধ দোকানের সম্মুখে পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা ভিকটিমের স্বামী সবুজ খন্দকার
ভিকটিমের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হওয়ার একপর্যায়ে কোমর হতে ছুরি বের করে ভিকটিমকে গলার বাম পার্শ্বে, মাথার ডান পার্শ্বে, ডান হাতের কব্জির উপরের অংশে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষনা
করে। ঘটনার পরপরই বন্দর থানার একাধিক চৌকস টিম হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে জব্দ করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গুপ্তচর নিয়োগের মাধ্যমে ঘাতক স্বামী সবুজ খন্দকার কে আজ ০৬/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ৩৮নং ওয়ার্ডের ধুমপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামীর রক্তমাখা টি-শার্টটি জব্দ করে। গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে এবং পারিবারিক কলহের জেরে তার স্ত্রী’কে পরিকল্পিতভাবে হত্যা করে।

ঘটনা পরিপ্রেক্ষিতে বন্দর থানার মামলা নং-০৪, তারিখ-০৬/০৪/২৫ইং, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email