
অপহরণকারী শহীদুল ইসলাম ও খালেদা আক্তার গ্রেফতার- ২ জন
নিজ ডেক্সঃ– বাদী রফিকুল ইসলাম (৩৬), পিতা-নূরুল ইসলাম, মাতা-খোরশেদা বেগম, সাং-কমদ রসুল, চন্নার বাড়ী, ০২নং ওয়ার্ড, কানকানাবাদ ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সরাই পাড়া, আব্দুল কাইয়ুম নীলা বিল্ডিং, ২য় তলা, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম এজাহার দায়ের করেন যে, গত ০৬/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট র্যা ব অফিসের বিপরীতে কসাই পাড়া আব্দুল হালিম মেম্বারের বাড়ী হামিদ কলোনীর ০২নং রুমে আসামী মোঃ শহিদুল ইসলাম (৪৪) সহ ০৪ জন আসামী অন্যায়ভাবে আটক করিয়া মারধর করিয়া সাধারণ জখম করতঃ গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বল পূর্বক টাকা গ্রহন ও হুমকি প্রদর্শন করা অপরাধ।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ ফয়সাল, এএসআই/সালমা আক্তার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ০৭/০৪/২০২৫ তারিখ সকাল ১১:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানাধীন কসাই পাড়া এলাকা হইতে আসামী ০১। মোঃ শহিদুল ইসলাম (৪৪), পিতা-মৃত শামশুল ইসলাম, মাতা-আঞ্জুমান ইসলাম, সাং-পূর্ব উজানটিয়া, নুরী বাপের বাড়ী, ০৭নং ওয়ার্ড, উজানটিয়া ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-বন্দর টিলা, সিকদার ভবন, ৬ষ্ঠ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০২। খালেদা আক্তার জেরিন (২৫), স্বামী-শিমুল চৌধুরী, পিতা-আব্দুল কাদের, মাতা-শামশুন নাহার, সাং-পূর্ব মোহরা, সিকদার বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-০৮, তারিখ-০৭/০৪/২০২৫ইং, ধারা-৩৪২/৩২৩/৩৮৬/৫০৬ পেনাল কোড রুজু হয়।
.