রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“কি এমন দোষ ছিল”——- কবি- অজয় বড়ুয়া

“কি এমন দোষ ছিল”
কবি- অজয় বড়ুয়া

কি এমন দোষ ছিল ভালোবাসা কেড়ে নিল
গহীনের প্রিয়তমা সাথী!
কি বা দোষে দোষী আমি অন্যজন কেন দামী!
তার সাথে কাটে দিবা রাতি ।
সুখ স্বাধীনতা দিয়ে মনের কোটায় নিয়ে
যত্ন করে রেখেছি তো কত-
পেয়েছ কি সব সুখ? ফিরে নিলে তাই মুখ
হয়নি আমি মনের মত।
আজ আমি শুধু একা কষ্ট ভাগ্যে হলো লেখা
পূর্ণচন্দ্র অমাবস্যা লাগে-
সুবাসের ফুল সব কান্না দিয়ে করে রব
আমাদের স্মৃতি মনে জাগে।
সুখী হও সদা চাই পোড়া মনে বলে যাই
অতিতের স্মৃতি ভুলে যেও-
ব্যাথা দেবে স্মৃতি গুলো তাই বলি সব ভুলো
আজীবন প্রীতি মোর নিও।

*********

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email