
মেঘের ছায়াসঙ্গী
ফারজানা আফরোজ
মেঘ ভেসে যায় মেঘের দলে
মেঘের সাথে মেঘের খেলা।
মেঘের দল নয়তো যেন,
মুখোশ পড়া মেঘকন্যা।
শিমুল তুলো উড়ে হাওয়ায়
শিমুল ঝরে, তুলো ভাসে।
রাঙা শিমুল রাঙায় উঠোন-
গাছের পাতা হাওয়ায় দোলে
তারই নিচে সবুজ ঘাসে,
নরম তুলো বিছায় চাদর।
সাঁঝের বেলায় মিষ্টি হাওয়ায়-
রাঙা শিমুল ছড়ায় হাসি
ঠিক যেন কোন আঁকা ছবি।
মেঘ,তুলোর মাখামাখি,
মোহে করে মুগ্ধ প্রান,ছড়ায় উল্লাস।
আজ তারি পরশ মাখি।
তাই তো আজ হলাম,
মেঘের ছায়াসঙ্গী।
নিউজটি পড়েছেন : ১৩৫