রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শুরু হচ্ছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫

চট্টগ্রামে শুরু হচ্ছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫





আগামীকাল ২৬ মে ২০২৫, সোমবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলার ন্যায় চট্টগ্রামেও এই বিজ্ঞান সপ্তাহ উদযাপন করা হচ্ছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

২৬ মে ২০২৫, সোমবার, বিজ্ঞান সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সকাল ০৯:৩০টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং সভাপতিত্ব করবেন চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক জনাব ফারিদা খানম।

২৭ মে ২০২৫, মঙ্গলবার, বিজ্ঞান সপ্তাহের দ্বিতীয় দিনে সকাল ০৯:৩০ টা থেকে শুরু হবে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মূল্যায়ন কার্যক্রম। মেলার উপকমিটি ও বিচারকমণ্ডলী প্রদর্শনী ঘুরে দেখবেন এবং পূর্বনির্ধারিত মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করবেন।

২৮ মে ২০২৫, বুধবার, তৃতীয় ও শেষ দিনে সকাল ০৯:৩০ টা থেকে পুনরায় শুরু হবে মূল্যায়ন কার্যক্রম। এরপর সকাল ১০:০০টা থেকে শুরু হবে বিজ্ঞান অলিম্পিয়াড ও অন্যান্য প্রতিযোগিতা কার্যক্রম।

দিনের শেষভাগে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাপনী পর্ব। এতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানসমূহকে পুরস্কৃত করা হবে।

চট্টগ্রামের জেলা প্রশাসন আশা করছে, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তি আরও বিকশিত হবে। এ বিষয়ে যথাযথ সহযোগিতার জন্য চট্টগ্রামের সকল পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করা হচ্ছে।

উল্লেখ্য, ইস্পাহানী গ্রুপ প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email