রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ম ——দীপিকা বড়ুয়া

কর্ম
দীপিকা বড়ুয়া

কাজে আনন্দ,কাজে বেদনা,
কাজে সুখ,কাজে দুঃখ।

আনন্দ আর সুখ
এ দুটোই তো কাম্য,
বেদনা আর দুঃখ
গ্রহনীয় তো নয়,
তবুও এগুলো আসে
কারন একে অপরেতে
ওতোপ্রোতোভাবে যে জড়িয়ে
সকলেই কর্মের অধীন।

কথায় আছে,কর্মই ধর্ম
ভাল কর্মে সুফল,
মন্দ কর্মে কুফল।

এটাই কর্মের
চলমান প্রক্রিয়া
পরজন্মে নয়
এজন্মেই তা বিরাজমান।
কেউ বুঝেও বুঝে না
আর যারা বুঝে
তারা সাবধানী হতে চায়।

কর্মের বিপাক বড়ই কঠিন
তা খন্ডায় কার সাধ্য?
সময় থাকতে তাই
করি সাধন,
অসময়ে হায় হায় করে
কাতরাতে যেন না হয়।

তামসিক কর্মে আগ্রহ না বাড়িয়ে
সৎ সত্য পথের সন্ধান করি,
আনন্দ আর সুখে দিনাতিপাতে
ধাবিত হই।

আনন্দ আর সুখকে হা বলি
পরন্তু দুঃখ বেদনাকে না-ই বলি।
ভাল কাজ করি,সুফল ভোগ করি সবাই,
এই কামনান্তে…….….।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email