
প্রয়াতা দিপ্তী রাণী বড়ুয়ার কল্যাণ্যর্থে সংঘদান,বস্ত্রদান ও জ্ঞাতিভোজন সম্পন্ন
আজ ১৩ অক্টোবর-২৪ইং রোজ রবিবার জন্য প্রয়াতা দিপ্তী রাণী বড়ুয়ার কল্যাণ্যর্থে অষ্টউপকরণসহ সংঘদান, বস্ত্র দান ও জ্ঞাতিভোজনের আয়োজন করা হয়েছে।
উক্ত পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি ও প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.উপানন্দ মহাথেরো,প্রধানজ্ঞাতি এস,শাসনবংশ মহাথেরো,ভদন্ত সংঘশ্রী থেরো,ভদন্ত বিজ্ঞানন্দ থেরো,ভদন্ত জ্যাতি রক্ষিত থেরো , ভদন্ত নন্দশ্রী ভিক্ষু ও সুগতবংশ শ্রামণ, ভদন্ত দেবকীর্তি ভিক্ষু উদ্বোধনের মধ্যে দিয়ে সূত্রপাঠ, অষ্টউপকরণসহ সংঘদান ও বস্ত্র বিতরণ সুসম্পন্ন হয়। পরিশেষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য , ও বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের সাবেক মহা পরিচালক বর্তমানে ভাইস প্রেসিডেন্ট সুষেন বড়ুয়া ছোটন।

নিউজটি পড়েছেন : ২১৮