সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রয়াতা দিপ্তী রাণী বড়ুয়ার কল্যাণ্যর্থে সংঘদান,বস্ত্রদান ও জ্ঞাতিভোজন সম্পন্ন

প্রয়াতা দিপ্তী রাণী বড়ুয়ার কল্যাণ্যর্থে সংঘদান,বস্ত্রদান ও জ্ঞাতিভোজন সম্পন্ন

আজ ১৩ অক্টোবর-২৪ইং রোজ রবিবার  জন্য প্রয়াতা দিপ্তী রাণী বড়ুয়ার কল্যাণ্যর্থে অষ্টউপকরণসহ সংঘদান, বস্ত্র দান ও জ্ঞাতিভোজনের আয়োজন করা হয়েছে।

উক্ত পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি ও প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.উপানন্দ মহাথেরো,প্রধানজ্ঞাতি এস,শাসনবংশ মহাথেরো,ভদন্ত সংঘশ্রী থেরো,ভদন্ত বিজ্ঞানন্দ থেরো,ভদন্ত জ্যাতি রক্ষিত থেরো , ভদন্ত নন্দশ্রী ভিক্ষু ও সুগতবংশ শ্রামণ, ভদন্ত দেবকীর্তি ভিক্ষু উদ্বোধনের মধ্যে দিয়ে সূত্রপাঠ, অষ্টউপকরণসহ সংঘদান ও বস্ত্র বিতরণ  সুসম্পন্ন হয়। পরিশেষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য , ও বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের সাবেক মহা পরিচালক বর্তমানে ভাইস প্রেসিডেন্ট সুষেন বড়ুয়া ছোটন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email