সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪

মা ইলিশ সংরক্ষণ

অভিযান-২০২৪


“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম কর্তৃক জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম জনাব শ্রীবাস চন্দ্র চন্দ এর  নির্দেশনায়  অদ্য ১৩ই অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মাছঘাট, অবতরণ কেন্দ্র, বাজারে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: আল আমিন হোসেন ও জনাব মো: ফাহমুন নবী। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য জরীপ কর্মকর্তা, চট্টগ্রাম জনাব মো: মাহবুবুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা জনাব রাহুল কুমার প্রাত এবং বাংলাদেশ নৌ পুলিশের প্রতিনিধি।
এ সময় মহানগরের ফিশারিঘাট এলাকা থেকে ৭০ কেজি রঙ মিশ্রিত লইট্ট্যা ও ফাইস্যা মাছ, ৩০ কেজি পিরানহা ও ২০ কেজি ইলিশ মাছ এবং পাহাড়তলী মাছ বাজার থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রঙ মিশ্রিত মাছগুলি বিনষ্ট করা হয় এবং বাকি জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email