সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই-আজম বীরপ্রতীক প্রবর্ত্তক ইস্কন মন্দির ও হাটহাজারী-ফটিকছড়ির পূজামণ্ডপ পরিদর্শন 

মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই-আজম বীরপ্রতীক প্রবর্ত্তক ইস্কন মন্দির ও হাটহাজারী-ফটিকছড়ির পূজামণ্ডপ পরিদর্শন

আজ ১২ অক্টোবর ২০২৪, চট্টগ্রাম মহানগরীর প্রবর্ত্তক ইস্কন মন্দির ও হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই-আজম বীরপ্রতীক। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) জনাব মোঃ সাদি উর রহিম জাদিদ; হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম মশিউজ্জামান; ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরী; পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।প্রবর্ত্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে শিশুদের মিষ্টিমুখ করান উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও জেলা প্রশাসক ফরিদা খানম। পরবর্তীতে মাননীয় উপদেষ্টা হাটহাজারী উপজেলার পরিবর্তন সার্বজনীন পূজা মন্ডপ ,ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি পূজা মন্ডপ ,নিস্তারিণী কালিবাড়ি পূজা মন্ডপ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দির পূজা মন্ডপ, ফটিকা সার্বজনীন পূজা মন্ডপ, সোমপাড়া পূজা মন্ডপ ও শীল পাড়া পূজা মন্ডপ সমূহ এবং ফটিকছড়ি উপজেলার অশ্বিনী মহাজন বাড়ি, ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির উদযাপন পরিষদ এর পূজামন্ডপসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।
মাননীয় উপদেষ্টা উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email