
নিজস্ব প্রতিনিধিঃ- ঈদের ছুটির পর ১ম কার্য দিবসে সরকারী অফিসে উপস্থিতি হার কল্পনাতিত নগন্য। আনুমানিক ৩০% শতাংশ উপস্থিতি পরিলক্ষিত হয় চট্টগ্রাম ওয়াসা। যদিও বা উপস্থিতি ৩০% শতাংশ পরিলক্ষিত হয় কিন্তু কোন কর্মকর্তা ও কর্মচারী নিজ নিদিষ্ট কার্যস্থানে দেখা মেলেনি বলে জানিয়েছেন। ঈদের ছুটি খাটানোর কুশলাদি বিনিময় নিয়ে ব্যস্থ সবাই।
নিউজটি পড়েছেন : ১৬১