
নিজস্ব প্রতিনিধিঃ- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ এর আয়োজনে বুদ্ধপূর্ণিমা,সম্মাননা,অভিষেক ও বৃত্তি প্রদান অনুষ্টানটি ১০ জুলাই রবিবার বোয়ালখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
উক্তানুষ্টানে ১ম পর্বে পরিষদের সভাপতি দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা মেয়র জনাব মো জহিরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি দৈনিক শুভেচ্ছা প্রতিদিন এর সম্পাদক সুমন বড়ুয়া, বা, হি,বৌ,খৃ ঐক্য পরিষদ নেতা বাবু সজল চৌধুরী, সাঃ সম্পাদক পল্টু বড়ুয়া,নারী শিল্প উদ্যোক্তা এ্যানী বড়ুয়া,সাংবাদিক স ম জিয়া,প্রমূখ।২য় পর্বে পরিষদের সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া সভার উদ্ভোধন করেন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ হিতৈষী, দানশীল ব্যক্তিত্ব প্রখ্যাত স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, প্রধান আলোচক শিক্ষাবিদ অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া, বিশেষ অতিথি উপজেলা সমাজসসেবা অফিসার জনাব দেলোয়ার হোসেন, সমাজ হিতৈষী শিবু প্রসাদ বড়ুয়া, ইতিহাসবিদ লেখক সোহেল মোঃ ফখরুদ্দিন, সমাজ হিতৈষী বাবু সজল চৌধুরী প্রমূখ।
সভায় জীবন কর্মের স্বীকৃতি স্বরূপ সদ্ধর্ম সেবক,সমাজ হিতৈষী বাবু রায়মোহন বড়ুয়া ও সব্যসাচী রাজনীতিবিদ,শিক্ষানুরাগী,দানশীল ব্যক্তিত্ব কোতোয়ালী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু টিংকু বড়ুয়াকে এবং পরিষদের উপদেষ্টা রনজিত বড়ুয়া ধলু, বাদল বরন বড়ুয়াকে ফুল,উত্তরীয়,ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা উদ্যোক্তা ডাঃ অধীর বড়ুয়া,সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক পল্টু বড়ুয়া, সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান উৎপল বড়ুয়া,সঞ্চালনায় উদযাপন পরিষদের সচিব সুমন বড়ুয়া ভুপেল। আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন ভদন্ত শাসনপ্রিয় মহাথের,পরমানন্দ মহাস্থবির, দীপানন্দ স্থবির, প্রজ্ঞাজ্যোতি স্থবির, মঙ্গলাচরন করেন ভিক্ষু তিশ্যানন্দ।প্রারম্ভে সংগীত শিল্পী কমল বড়ুয়ার নেতৃত্বে শিল্পীবৃন্দ উদ্ভোধনী ও বরন সংগীত পরিবেশন করেন।
প্রধান অতিথি পরিষদের বার্ষিক মূখপাত্র “বন্ধন ” এর মোড়ক উন্মোচন করেন।বক্তব্য রাখেন,বাবু রূপায়ন বড়ুয়া,সমীরন বড়ুয়া টিটু,কমরেড অনুপম বড়ুয়া পারু,রাহুল বড়ুয়া,ছোটন বড়ুয়া, শম্ভু বড়ুয়া, সৌরভ বড়ুয়া মামুন,রাজু বড়ুয়া দেবপ্রিয় বড়ুয়া, শিক্ষক রয়েল বড়ুয়া, সজল তালুকদার, উজ্জ্বল মুৎসুদ্দী, ব্যাংকার লিটন বড়ুয়াও লায়ন রাজীব বড়ুয়া, প্রনব বড়ুয়া,প্রমূখ। সভায় ১৭১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
