
নিজস্ব প্রতিনিধিঃ- ১০ জুলাই রবিবার পবিত্র ঈদ-উল-আযহা—-> সৃষ্টিকর্তার প্রেমে মরিয়ান হয়ে বান্ধাগন নিজ প্রিয়তাকে বিশর্জন দিয়ে আল্লাহর প্রতি অগাধ প্রেমের আত্ম প্রকাশই এই কোরবানির মাহাত্ম।আর এই প্রেমের ঠানে ঘরমুখো হয়ে চট্টগ্রাম হয়ে পরে জন শূন্য।এই শূন্য কিন্তু বিরহের নয়, এই শূন্যতা আনন্দের।
যে আনন্দ বান্ধাকে নিয়ে যাবে বেহেশতের দরজা পর্যন্ত।
তাই চট্টগ্রাম শহরকে শূন্য করে আপামর জনগন নিজ নিজ আলয়ে আন্দোলিত আনন্দে ঈদের আমেজ উপভোগ করতে ছেড়েছেন ভাড়া করা বাসা।
তাই আজ জনশূন্য চট্টগ্রাম শহর।
নিউজটি পড়েছেন : ১৬৮