সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে শশুর-শাশুড়িকে মারধরের কারণে জামাইয়ের  বিরোদ্ধে অভিযোগ 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয পীরগঞ্জে স্ত্রীকে মারধরের পরে শশুর-শাশুড়িকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে জামাই এর পরিবারের বিরুদ্ধে।

জানা গেছে, গত শনিবার রাতে এন্তাজুল হক তার স্ত্রী আরজীনাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধরক মারধর করেন।রবিবার সকালে আরজীনার বাবা মা কে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে এন্তাজুল।

জামাইয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের কাছে ডেকে আনার ঘটনা জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে আটকে রেখে এন্তাজুল সহ তার ভাই ভাতিজারা মারধর করে।ব র্তমানে এন্তাজুল এর স্ত্রী আরজিনা বেগম, শশুর আজহারুল, শাশুড়ি লাকী বেগম গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।শ্বশুড় আহজারুল জানান তার পকেট থেকে চোদ্দ হাজার পাঁচশত টাকা ও মোবাইল ফোন ছিনেয়ে নিয়েছে তার জামাই সহ জামাইয়ের ভাই ভাতিজারা।অভিযুক্ত জামাই এন্তাজুল হলেন উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের মুনিরদ্দিনের ছেলে।

অভিযুক্ত জামাই এন্তাজুলের সাথে কথা বলার জন্য মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email