শনিবার,২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিদস্যু  — টিপলু বড়ুয়া

ভূমিদস্যু 
– টিপলু বড়ুয়া

এক মুঠো মাটি দাও
একগ্লাস জল দাও ।
আমি মাটি খাবো
ভাতের বদলে আমি মাটি খাবো
আমি অন্যের ভূমি দখলে যাবো
গরিবের পুকুরের মাছও খাবো।
অন্যের ভূমি দখলে নিয়ে
আমি দালান বানাবো ।
আমি দস্যু , ভূমিদস্যু
দস্যিপনাই আমার ধর্ম ,
আমার কর্ম।
দেশের মাটি, দশের মাটি
সরকারি খাস জমিতেও আমার ঘাঁটি।
দেশের আনাচে-কানাচে
ছড়িয়ে আছে আমার শিষ্য
আমার দাপটে ভূমিহীন হয়ে
জনগণ হবে নিঃস্ব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email