প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৫:০৬ অপরাহ্ণ
ভূমিদস্যু — টিপলু বড়ুয়া

ভূমিদস্যু
- টিপলু বড়ুয়া
এক মুঠো মাটি দাও
একগ্লাস জল দাও ।
আমি মাটি খাবো
ভাতের বদলে আমি মাটি খাবো
আমি অন্যের ভূমি দখলে যাবো
গরিবের পুকুরের মাছও খাবো।
অন্যের ভূমি দখলে নিয়ে
আমি দালান বানাবো ।
আমি দস্যু , ভূমিদস্যু
দস্যিপনাই আমার ধর্ম ,
আমার কর্ম।
দেশের মাটি, দশের মাটি
সরকারি খাস জমিতেও আমার ঘাঁটি।
দেশের আনাচে-কানাচে
ছড়িয়ে আছে আমার শিষ্য
আমার দাপটে ভূমিহীন হয়ে
জনগণ হবে নিঃস্ব।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.