সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর অফিসিয়াল ক্লাব ভিজিটে ডিস্ট্রিক্ট গর্ভনর

রোটারি ক্লাব অব চিটাগং পার্ল এর অফিসিয়াল ক্লাব ভিজিটে ডিস্ট্রিক্ট গর্ভনর
শিমুল চৌধুরী 

মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ- রোটারি ইন্টারনেশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর’র ক্লাব ভিজিট উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগং পার্ল আয়োজিত সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এর সভাপতিত্বে ১৩ সেপ্টেম্বর, বুধবার প্রবর্তক মোড়স্থ রেড স্নেপার রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারনেশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর রোটা. অমরেশ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর রোটা. শিমুল কান্তি বড়ুয়া, জোনাল কো অর্ডিনেটর রোটা. ফকরুল আলম বিপু, এরিয়া ডিরেক্টর রোটা. জাহেদা আকতার মিতা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটা. মোহাম্মদ আকবর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটা. জাহাঙ্গীর খালেদ, পিপি রোটা. শাওন পান্থ, পিপি রোটা. শিমুল বড়ুয়া, আইপিপি রোটা. সপু বড়ুয়া, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. সুমন বড়ুয়া, সেক্রেটারি রোটা. বুলবুল বড়ুয়া, ট্রেজারার রোটা. রানা কান্তি বড়ুয়া, রোটা. জনি বড়ুয়া, রোটা. রাজীব বড়ুয়া রাজু, রোটা. সুবর্ণা রহমান, রোটা. রিংতু বড়ুয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিজেপি মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, ড. সৌমেন বড়ুয়া প্রমূখ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email