শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিম গোমদন্ডী ফুলতলা অটোরিকশা চালক সমবায় সমিতির ঈদ-এ-মিলাদুন্নবীর প্রস্তুতি সভা সম্পন্ন

পশ্চিম গোমদন্ডী ফুলতলা অটোরিকশা চালক সমবায় সমিতির ঈদ-এ-মিলাদুন্নবীর প্রস্তুতি সভা সম্পন্ন

শংকর চৌধুরী 

বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধিঃধর্মের অনুশাসন মেনে নেওয়া, ধার্মিকতার অন্যতম গুণ। ধার্মিকতার এই গুনকে অন্তরে ধারণ করে পশ্চিম গোমদন্ডী ফুলতলা অটোরিকশা চালক সমবায় সমিতির(রেজি নং ৯৮৪৫/২০০৯ইং) ঈদ এ মিলাদুন্নবীর প্রস্তুতি সভাটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধার্মিকতার পরিবেশে বোয়ালখালী পৌরসভাস্থ কামাল মার্কেটের নিচতলা প্রধান কার্যালয়ে আজ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভাটি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ আবুল কালাম।
বক্তব্যে সভাপতি বলেন, ঈদ-মিলাদুন্নবী ইসলাম ধর্মের একটি অন্যতম ঈদ। তাই ঈদ- এ-মিলাদুন্নবী উদযাপন করাটা ইসলাম ধর্ম অবলম্বী হিসেবে আমাদের একান্ত কর্তব্য বলে সংগঠনের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে শরিক হওয়ার জন্য আন্তরিক ভাবি আহ্বান জানিয়েছেন।
উক্ত প্রস্তুতি সভায় ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কল্পে মাহফিল উদযাপন কমিটি ও গঠন করা হয়। উক্ত উদযাপন কমিটিতে যারা থাকবেনঃ-
★সংগঠনের কার্যকরী কমিটি
★সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন রোকন
★মোহাম্মদ খোরশেদ আলম
★মোহাম্মদ আকবর
★মোহাম্মদ নুরুদ্দিন
★মোহাম্মদ বেলাল
★মোহাম্মদ বাঁচা
★মোহাম্মদ ইব্রাহিম
★মোহাম্মদ সুমন
★মোহাম্মদ কাদের।
—–পরিশেষে সভাপতি আবুল কালামের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রস্তুতি সভাটি সুষ্ঠু পরিসমাপ্তি হয়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email