বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ-ধর্মের অনুশাসন মেনে নেওয়া, ধার্মিকতার অন্যতম গুণ। ধার্মিকতার এই গুনকে অন্তরে ধারণ করে পশ্চিম গোমদন্ডী ফুলতলা অটোরিকশা চালক সমবায় সমিতির(রেজি নং ৯৮৪৫/২০০৯ইং) ঈদ এ মিলাদুন্নবীর প্রস্তুতি সভাটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধার্মিকতার পরিবেশে বোয়ালখালী পৌরসভাস্থ কামাল মার্কেটের নিচতলা প্রধান কার্যালয়ে আজ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভাটি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ আবুল কালাম।
বক্তব্যে সভাপতি বলেন, ঈদ-মিলাদুন্নবী ইসলাম ধর্মের একটি অন্যতম ঈদ। তাই ঈদ- এ-মিলাদুন্নবী উদযাপন করাটা ইসলাম ধর্ম অবলম্বী হিসেবে আমাদের একান্ত কর্তব্য বলে সংগঠনের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে শরিক হওয়ার জন্য আন্তরিক ভাবি আহ্বান জানিয়েছেন।
উক্ত প্রস্তুতি সভায় ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কল্পে মাহফিল উদযাপন কমিটি ও গঠন করা হয়। উক্ত উদযাপন কমিটিতে যারা থাকবেনঃ-
★সংগঠনের কার্যকরী কমিটি
★সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন রোকন
★মোহাম্মদ খোরশেদ আলম
★মোহাম্মদ আকবর
★মোহাম্মদ নুরুদ্দিন
★মোহাম্মদ বেলাল
★মোহাম্মদ বাঁচা
★মোহাম্মদ ইব্রাহিম
★মোহাম্মদ সুমন
★মোহাম্মদ কাদের।
-----পরিশেষে সভাপতি আবুল কালামের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রস্তুতি সভাটি সুষ্ঠু পরিসমাপ্তি হয়