শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম গ্রেপ্তার

লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম গ্রেপ্তার

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃবাবাকে মারপিট করে কাগজে টিপসই নেওয়া ও টাকা আত্মসাতের মামলায় লাখাই বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সামছুল ইসলাম লাখাই উপজেলার মানপুর গ্রামের হাজী আব্দুল ওয়াহিদের ছেলে।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
তিনি জানান, সামছুল ইসলাম তার বাবাকে মারপিট করে সাদা কাগজে টিপসই নেন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা আত্মসাত করেন তিনি। এমন অভিযোগ এনে তার মা মিলন বেগম বাদি হয়ে শনিবার সকালে লাখাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, সামছুল ইসলাম তার বাবা ওয়াহিদকে মারধর করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে নন জুডিসিয়াল স্ট্যাম্পে টিপসই নেওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করার কথাও মামলায় উল্লেখ রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email