সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“সোনা ফলা মাটি” —>জিতেন্দ্র লাল বড়ুয়া

“সোনা ফলা মাটি”
জিতেন্দ্র লাল বড়ুয়া

 

সোনা ফলা মাটি বাংলার ঘাঁটি
বেশ উর্বর আমাদের ফসলি জমি,
এই মাটির স্পর্শ পেয়ে মোরা ধন্য
সোনার চেয়ে ও খাঁটি এই মাতৃভূমি।

মাটির উর্বরতায় কৃষকরা
ফলন পাচ্ছে ভালো,
কৃষক ভাইরা ভেজায় খুশী
পরিবার ফিরে পাচ্ছে আলো।

আমাদের দেশ কৃষি নির্ভর
কৃষক মোদের প্রাণ,
ফসল ফলিয়ে কৃষক ভাইয়েরা
রাখছে দেশের মান।

উর্বর মাটিতে মোদেরই ঘাঁটিতে
কৃষক ভাইরা সব্জী চাষ ও করে,
বিক্রি করতে গেলে কৃষক
নিয়মিত দালালের খপ্পরে পরে।

সঠিক দাম পায়না কখনো
ভেবে দেখবে জনগণে,
এইভাবে চলতে থাকলে
উৎসাহ হারাবে উৎপাদনে।

আজ পর্যন্ত কোন কৃষকেরা
পায়নি কিছুর সঠিক দাম,
মাঠে-ঘাটে দিনরাত শুধু
ঝরিয়ে যাচ্ছে ঘাম।

উৎপাদনে ভাটা পড়লে
অর্থনীতি হবে দুর্বল,
কৃষক বাঁচলে দেশ বাঁচবে
আমরা করবো না কখনো ভুল।

সোনা ফলা মাটির মমতায়
আমরা আছি মনজুড়িয়ে,
এই মাটিতে জন্ম মোদের
এই মাটিতেই যেতে হবে নিভিয়ে।

কৃষক শ্রমিক দিনমজুর খেটে খাওয়া মানুষ
তারা দিয়ে যাচ্ছে শ্রম অবিরত,
মাথার ঘাম পায়ে ফেলে করে যাচ্ছে কাজ
তবু ও তারা এখন ও রয়েছে অবহেলিত।

আজ ১লা মে শ্রমিক দিবসে শ্রমিকদের
শ্রমের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাই,
শ্রমের মর্যাদা দিতে কেন এত অনীহা
বুঝতে চাইলেই কষ্ট পেয়ে যাই।

আসুন আমরা আমাদের শ্রমজীবী
মানুষদের প্রতি আর ও সদয় হই,
খেটে খাওয়া মানুষগুলোর প্রতি
শ্রমের মর্যাদা দিতে সচেষ্ট হই।
———-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email