
আইনজীবীরা হচ্ছেন সোশ্যাল ইঞ্জিনিয়ার লিগ্যাল এইড প্যানেল আইজীবীদের কর্মশালায় ড. আজিজ আহমদ ভূঞা
কামাল উদ্দিন(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ-আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তৎপ্রেক্ষিতে সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিতকল্পে ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস প্রতিষ্ঠা করেছেন। “গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, শেখ হাসিনা সরকারের অঙ্গীকার”। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দেশব্যাপী সরকারি খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় বিচারপ্রার্থী জনগণের নাগরিক অধিকার। জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চৌকি আদালতের বিজ্ঞ প্যানেল আইনজীবীগণ উক্ত কার্যক্রমে আন্তরিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। উক্ত কার্যক্রমে লিগ্যাল এইড প্যানেল ভুক্ত আইনজীবীদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করছি। আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের ভূমিকা গুরুপূর্ণ। প্যানেল আইনজীবীরাই সরকারি আইনি সহায়তা কার্যক্রমের অন্যতম ভূমিকা পালন করতে পারে। আমি আপনাদের আরো অধিকতর আন্তরিকভাবে উক্ত কার্যক্রমে সক্রীয় ভূমিকা পালন করার জন্য উদাত্ত্ব ভাবে আহবান জানাচ্ছি। চট্টগ্রামে অনেক বিজ্ঞ প্যানেল আইনজীবী আছেন যারা ক্লায়েন্টদের অত্যধিকভাবে সহযোগিতা করেন এমনকি নিজের পকেটের টাকা দিয়ে নিজ দায়িত্বের মধ্যে পড়েনা এমন সব উপকারও মানবিক দিক থেকে করে থাকেন। একজন বিজ্ঞ আইনজীবীর নিকট হতে এরুপ সহযোগিতা একজন অসহায় বিচারপ্রার্থীর জন্য অনেক বড়কিছু। ১৮ জুলাই, ২০২৩খ্রি, মঙ্গলবার বিকাল ০৪.০০ ঘটিকায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল কমিটি এবং চৌকি আদালত লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের মামলা পরিচালনা শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জা) জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির চট্টগ্রাম বিভাগীয় প্রধান এডভোকেট দিল আফরোজ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কামরুন নাহার রুমী, কর্মশালায় সেশন পরিচালনা করেন মাননীয় যুগ্ম জেলা জজ জনাব মোহাম্মদ খাইরুল আমীন এবং অর্থঋণ আদালত চট্টগ্রামের মাননীয় বিচারক(যুগ্ম জেলা জজ) জনাব মুজাহিদুর রহমান।