
মানবিক সাহায্যের আবেদন
মানবিক হওয়াটা মনুষ্যত্বের সর্বশ্রেষ্ঠ গুন। তাই প্রাণীর প্রতি মানবিক হওয়া মধ্যে মনুষ্যের প্রতি মানবিক হওয়াটাই আরো সর্বশ্রেষ্ঠ। তেমনি এক স্বামী-সন্তানহীন মা জাতির আকুল আবেদনটি আপনাদের কাছে নিবেদন করছি।
বহুদিন যাবৎ মরণব্যাধি ব্রেষ্ট ক্যান্সার আক্রান্ত হয়ে জীবন অতিবাহিত করছেন এই মা। সামর্থ্য বলতে নেই বললে চলে। মানবিক ট্রাফিক ইন্সপেক্টর বাবু উত্তম দেব নাথ এর মানবিকতায় চলছে তার চিকিৎসা।

চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা করাতে সর্বমোট সাড়ে ৩ হতে ৪ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে তার হাতে নগদ ৩/৪হাজার টাকাও নেই।এই দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা হতে দেশ ও সমাজের সকল মানবিক ব্যক্তির সহযোগিতা কামনা করছি।
মমতা দত্ত, মিঠাছড়া মিরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ক্যান্সার বিভাগ,
০১৯৯২-৯৮০৯৪৩
(বিকাশ পারসোনাল)
নিউজটি পড়েছেন : ২৪৪