
হিলিতে কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
হিলি (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৫২০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন এ কার্যক্রম উদ্বোধন করেন। ইউএনও অমিত রায়ের সভাপতিত্বে এ সময় পৌর মেয়র জামিল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজটি পড়েছেন : ২৭৬