রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে ট্রাক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত( ১)আহত এক

দুর্গাপুরে ট্রাক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত( ১)আহত এক

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ-ঘটনা স্থলে সশরীরে উপস্থিত হয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীের সঙ্গে কথা বলে জানা যায় গতকাল সোমবার( ১৯)জুন বিকাল আনুমানিক ০৫ ঘটিকার দিকে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার ৪ নং ইউনিয়ন দেলুয়াবাড়ী ইউনিয়ন অন্তর্গত যুগিশো (কেয়াতলায়)নামক স্থানে মোঃ আব্দুল্লাহ হক কফি(৬০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন অপরদিকে অন্য আরেক ব্যক্তি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছেন তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন জানা যায় নিহত ব্যক্তি আব্দুল্লাহ হক কাফি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামের আবুল কালাম মৃধা র ছেলে তিনি নিজ এলাকা হতে মোটরসাইকেল চালিয়ে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার যুগিশো পালশা গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে ইয়াকুব আলীকে সঙ্গে নিয়ে রওনা দেন। তারা যুগিশো (কেয়াতলার)মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক বেপরোয়া গতিতে আসা সিএনজি চালিত অটো রিক্সার ও রাজশাহী থেকে মোহনগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে করে নিহত আব্দুল্লাহ হক কাফি পাথর বোঝাই ট্রাকের যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ২২_৭৮-২০ গাড়ির সামনের চাকা তলা পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান অপর ব্যক্তি ইয়াকুব আলী (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এ সময় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক ও বাগমারা তাহেরপুর ফাঁড়ির আইসি উপ পরিদর্শক এসআই জিল্লাুর রহমান সহ দুর্গাপুর থানার উপ পরিদর্শক এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্স সহ দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয় জনপ্রতিনিধি ঘটনা স্থল উপস্থিত ছিলেন এদিকে ঘাতক সিএনজি ও ট্রাক ড্রাইভার পলাতক পরে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ট্রাক ও মোটরসাইকেল গুলোকে থানা হেফাজতে নেন এবং তিনি এ সময় বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং স্থানীয় ও সচেতন মহল দাবি করেন মোহনগঞ্জ টু রাজশাহী এই রোডে সিএনজি চালিত অটো রিক্সার বেপরোয়া গতিতে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটতে তারা প্রতিবাদ ও দাবি করেন এই সিএনজি চালিত অটো রিক্সার বেপরোয়া গতিরোধে প্রশাসন খুব দ্রুতই ব্যবস্থা নিবেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email