রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিরে এলো বর্ষা— শরণংকর বড়ুয়া

ফিরে এলো বর্ষা—

শরণংকর বড়ুয়া

আমি ফিরে এসেছি
আমার ঐতিহ্য নিয়ে
ঘন মেঘের ছায়ায়।

বর্ষার দূত কদমফুলকে
সঙ্গে করে গ্রীষ্মের
দাবদাহকে জানিয়েছি বিদায়।

গ্রামের শ‍্যামল সবুজ
সুন্দর প্রান্তর চেয়ে
রয়েছে আকাশ পানে।

মাঠ,ঘাট,নদী, নালা
থই থই জল জোছনায়
মাখা মাখি সব খানে।

আষাঢ়ের ঝমঝমিয়ে বৃষ্টি
উল্লাস দিবা রাত্রি
এলো কৃষকের মুখে হাসি।

নব যৌবনা বরষায় কবির হ্নদয়,
কত গান, কবিতা, রচনা, প্রবন্ধ
সাড়া জায়গায় রাশি রাশি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email