
নিভৃতে নিরবে, চকবাজারের রাস্তায় হাঁটছে মানুষ, এক হাঁটু পানির ভিতরে
নিজস্ব প্রতিনিধিঃ-নিভৃতে নিরবে চকবাজারের রাস্তায় হাঁটছে মানুষ, এক হাঁটু পানির ভিতরে।এইটি জেনে নাও চকবাজারের জনগণের অদৃশ্যের বন্ধন। বৃষ্টি হতে না হতে চকবাজার পরিণত হয় বন্যা দুর্গত এলাকা। কিন্তু কেন? তার উত্তর কি কেউ দিতে পারবেন?
অঝোর ধারায় বৃষ্টি ঝরে গেল আধা ঘণ্টা আগে কিন্তু কারো দু’ঘণ্টার পরেও চকবাজারের জনগণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দে পথ চলতে পারেনা কারণ রাস্তাজুড়ে এক হাঁটু পানি আর পানি তো নয়, যেন পাগলা পানি।
জনৈক পথচারী বলেন আমাদের কপালের দোষ এখনো গেল না। সরকারটা বদলায় কিন্তু আমাদের কপাল কতটুক বদলে যায় তা তো দেখছেন?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চকবাজারবাসীর একান্ত আশা অনতিবিলম্বে যেন এই পানি নামক বিষক্রিয়া থেকে আমাদেরকে রক্ষা পায়।
নিউজটি পড়েছেন : ২২৭