
ফটিকছড়ি হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলিসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেছে র্যাব-৭,
নিউজ ডেস্কঃ– র্যাব-৭, চট্টগ্রাম গত ১৬ জুন ২০২৩ খ্রি. তারিখ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন পাজির দীঘি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। অভি চাকমা (2) বিজয় (১৯), পিতা- সুশীল চাকমা, সাং- রান্যামা ছড়া থানা-লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়ি এবং ২। কৃতি বিকাশ চাকমা (২৪), পিতা- সাধন রঞ্জন চাকমা, সাং-মেম্বার পাড়া, থানা-লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়িদ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের পরিহিত প্যান্টের কোমরের পিছনে প্যান্টের সাথে গুজানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র তাদের হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং উদ্ধারকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে উল্লেখিত জব্দকৃত অস্ত্র ব্যবহার করত মর্মে জানায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
