রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ১৫ই জুন ওষখাইন আলি নগর দরবারে পবিত্র খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ

আগামী ১৫ই জুন ওষখাইন আলি নগর দরবারে পবিত্র খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ

আনোয়ারা প্রতিনিধিঃ -ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফ বিশ্ব নুর মঞ্জিল – কাজী এরশাদুল্লাহ্ ভবনে
শাহ্সুফী একরাম শাহ্ রজায়ী’র
চেহলাম শরীফ ও খতমে কুরআন সহী বোখারী শরীফ অনুষ্ঠিত হবে ১৫ ই জুুন ২০২৩ – রোজ: বৃহস্পতিবার বাদে জোহরের নামাজের পর আরম্ভ হবে শাহ্জাদা ইসফাক উল্লাহ্ রজায়ী’র সার্বিক তত্বাবধানে
বৃহত্তম এই মহা চেহলাম শরীফে সভাপতিত্ব করবেন
পীরজাদা আলহাজ্ব কাজী মৌলানা মুহাম্মদ এরশাদুল্লাহ্ রজায়ী,,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ;হযরতুল আলহাজ্ব কাযী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী
মেহেমানে আলা হিসেবে থাকবেন ;জানে শিনে ইমামে আহলে সুন্নাত পীরে তরীকত কাজী মৌলানা মুহাম্মদ আবুল ইরফান হাশেমী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email