
আবহাওয়ার পূর্বাভাস
আজ (১১/০৬/২০২৩ মিঃ তারিখ) সন্ধ্যা ০৬ টা হতে আগামীকাল (১২/০৬/২০২৩ মিঃ তারিখ) সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী
এলাকা সমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসঃ
আবহাওয়াঃ আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রাঃ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাতাসের দিক ও গতিবেগঃ দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক হতে ঘণ্টায় ১০-২০ কি. মি. বেগে যা দমকা হাওয়ার আকারে ৪০-৫০ কি.মি. অথবা তারও অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান (বিকাল ০৩ টা পর্যন্ত) = ৪৩.৮ মি.মি. । আজকের (১১/০৬/২০২৩ খ্রিঃ তারিখে) সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.০° সেঃ (যা স্বাভাবিকের চেয়ে ৩.৫° সেঃ কম)। সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৪.৮° সেঃ (যা স্বাভাবিকের চেয়ে ০.৪° সেঃ কম)।
আগামীকাল (১২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) সূর্যোদয়ঃ ভোর ০৫ টা ০৮ মিনিট।সূর্যান্তঃ সন্ধ্যা ০৬ টা ৩৮ মিনিট।
আগামীকাল (১২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) কর্ণফুলী নদীর জোয়ার-ভাটার সময় সূচীঃ
১ম জোয়ার শুরু-রাত ০১ টা ৫৩ মিনিট-উচ্চতাঃ ০.৭৫ মিটার
১ম ভাটা শুরু-সকাল ০৮ টা ১১ মিনিট-উচ্চতাঃ ৪.২৮ মিটার
২য় জোয়ার শুরু-দুপুর ০২ টা ২৮ মি-উচ্চতাঃ ১.০৯ মিটার।ভাটা শুরু-রাত ০৮ টা ২৮ মিনিট:উচ্চতাঃ ৪.২২ মিটার