রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দৈনিক ইনফো বাংলা ” এর উদ্যোগে মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং, মোটরসাইকেল র‌্যালি, আলোচনা সভা ও স্মারক প্রদান 

নিজস্ব প্রতিনিধিঃ-  আজ ১৯ মে ৩ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দৈনিক ইনফো বাংলা ” এর উদ্যোগে মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং, মোটরসাইকেল র‌্যালি, আলোচনা সভা ও স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে,  দৈনিক ইনফো বাংলা  পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহীন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ, এমপি, চট্টগ্রাম-৮ আসন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান পাটওয়ারী, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম, মোহাম্মদ গিয়াস উদ্দীন, প্যানেল মেয়র, চসিক, শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম জেলা ও আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, কল্যাণ চক্রবর্তী, সম্পাদক, দৈনিক ইনফো বাংলা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে ১২টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং মোটরসাইকেলে র‌্যালিকৃত  ব্যক্তিদের মাঝে ৪০টি ব্যাচ প্রদান করা হয়।বক্তারা বলেন, প্রতিটি *পরিবার* তাদের সন্তানদেরকে মাদক সম্পর্কে *সচেতনতা* করতে হবে এবং তাদের সন্তানদের দিকে সঠিক *খেয়াল ও দায়িত্বশীল* হতে হবে। এই সর্বনাশা মাদক, একটি জাতিকে *অন্ধকারে নিমজ্জিত* করতে পারে এবং এর *ভয়াবহতা ও পরিধি* সুবিশাল। বাংলাদেশের যুবকদেরকে *মাদকের ভয়াবহতা* সম্পর্কে সচেতন হওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন এবং মাদকের ব্যাপারে *প্রশাসনকে সদা জাগ্রত* থাকার জন্য বিশেষ অনুরোধ করেন। যে সকল ব্যক্তি বা বর্গ *প্রশাসনের আড়ালে* মাদকদ্রব্যের সাথে জড়িত বা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে *যথাযথ শাস্তির* ব্যবস্থা করার জন্য *বাংলাদেশের প্রশাসনকে* বিনীত আহবান করেন। বাংলাদেশেকে *মাদক মুক্ত* করতে না পারলে, দেশকে *সুসংগঠিত* করা সম্ভব নয় এবং দেশ অতি সহজেই *অন্ধকারে নিমজ্জিত* হবে। তাই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে, দেশকে উন্নয়নশীল করতে, দেশকে সুশিক্ষিত করতে, দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে, *”মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন* গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে, আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করেন।উল্লেখ্য যে, মাদকবিরোধী ক্যাম্পিং হিসেবে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি চট্টগ্রাম প্রেসক্লাব হতে জামাল খান মোড় হয়ে গণি বেকারি মোড় হয়ে জ্যাংশন হল হয়ে, আন্দরকিল্লা মোড় হয়ে চেরাগির মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email