
রাউজান প্রতিনিধিঃ- গঠনাটি ঘটে রাউজানের গর্জনীয়া বাগান বাড়ী, হলদিয়া এলাকায় শুক্রবার ১৯ মে। জুমার নামাজের সময় গর্জনীয়া মাদ্রাসা মসজিদের সামনে সিএনজি ড্রাইভার জুমা আদায় করার জন্য প্রবেশ করলে প্রতারক চক্র দল সিএনজি নিয়ে যায়।গাড়িটি মসজিদের পাশ্বস্থ ওসমানের দোকানের সামনে রেখে নামাজে যায় চালক আব্দুর রাজ্জাক। নামাজ শেষে রাজ্জাক মসজিদ হতে বেড়িয়ে দেখে গাড়ীটি নেই। উধাও হয়ে যাওয়া গাড়ীটির এখনো কোন খোঁজ মেলেনি । নিম্মে গাড়ীটির ছবি ও নাম্বার দেওয়া হলো, কারো চোখে পড়লে যোগাযোগ করার অনুরোধ রইল।
চালক/মালিক- আব্দুর রাজ্জাক।
বাগান বাড়ী, গর্জনীয়া, হলদিয়া
রাউজান, চট্টগ্রাম
গাড়ির নাম্বার: ১৩-২১২৩
নিউজটি পড়েছেন : ১৬২