বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পোড়ামাটির দেয়াল –ফারজানা আফরোজ

পোড়ামাটির দেয়ালখানা
আজও দাঁড়িয়ে একা,
স্মৃতি হয়ে বহুদিনের
ভাষাহীন,অনুভূতিহীন হয়ে।

না বলা হাজারো কথা
হয়তো ঘিরে আছে,
এই দেয়াল ঘিরে।

সত্য,মিথ্যা কোনটাই
জানা হলো না।
অজানা,রহস্য হয়ে রইলো
ধূলো ধরা এই
শত বছরের পুরোনো,
পোড়ামাটির দেয়াল।
শুধু সবুজ ঘাস ঘিরে রইলো,
দেয়ালের আশপাশ।
সঙ্গে ছিল কৃষ্ণচূড়া গাছ দাঁড়িয়ে।
অবকাশের খানিকটা সময়,
কেটে যায় ভাবনার ঘোরে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email