
ভালোবাসা ডাকে
বিশ্বজিত বড়ুয়া
তোমার সাথে আছি অতি কাছাকাছি
মনের সুখে বাজাই বাঁশি।
আকাশে মেঘ দেখে চাতক ওঠে ডেকে
দেখি চোখে মুখে হাসি।
নীলাকাশ কালো হয় যায় কেটে মৃত্যু ভয়
কৃতজ্ঞতা জানায় তাহা।
প্রাণ যে বেঁচে গেলো সস্থি ফিরে পেলো
প্রকৃতি দয়ালু আহা।
কার দয়ায় কে বাঁচে বলিবার কী আছে
ডাকে পাখি শাখে শাখে।
গোলাপ যদি তোলো কাঁটার ব্যথা ভুলো
দেখো ভালোবাসা ডাকে।
নিউজটি পড়েছেন : ১৫০