
নৈতিক শৃঙ্খলাবোধ
কবি মিলন কান্তি বড়ুয়া
আদর্শিক মানদণ্ডের প্রদর্শিত নীতি,
সামাজিক ঐতিহ্য ঋদ্ধ ধর্মীয় সংস্কৃতি।
নির্মল সুন্দর আদর্শে আচরণ নৈতিকতায়,
স্বচ্ছ জীবন যাপনে আনে সজীবতায়।
মানবিক কল্যাণমূলক উদ্যোগ সমূহ,
আস্থা বিশ্বাসে বন্ধুত্বে জাগ্রত উৎসাহ।
পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধি বিধান,
সাম্য মৈত্রী শৃঙ্খলা বাড়ায় মান সম্মান।
স্রষ্টার সৃষ্টির জগতে ঘুর্ণায়মান রীতি,
নিয়ম শৃঙ্খলার দ্বদ্ধ বাঁধা বিশ্ব প্রকৃতি।
আমাবস্যা অন্ধকারে তাঁরা মিটি মিটি হাসে,
পূর্ণিমার রূপালী চাঁদ উদ্ভাসিত আকাশে।
পাহাড়ে ঝরনার জলধারা নদীতে রূপান্তর,
জোয়ার ভাটায় মিলিত সাগরে তেপান্তর।
উদ্ভিদজগত ও প্রাণীজগতের লীলাখেলা,
প্রাকৃতিক রূপে অপরূপ এগিয়ে পথচলা।
পাখি জেগে গান গেয়ে যায় খাদ্যান্বষনে,
পিপীলিকা মৌমাছির দল ফুল বাগানে
ষড়ঋতু চক্রে গ্রীষ্ম হতে ঋতুরাজ বসন্ত,
বৃক্ষ তরুলতা নব পল্লবে পল্লবে জীবন্ত।
চর্চায় গড়ে ছাত্রজীবনে নিয়মানুবর্তিতা,
নীতি নৈতিকতায় আনবে জীবনে সততা।
শৃঙ্খলাপূর্ণ জাতির, ভাগ্যে উন্নতির লক্ষণ,
সাফল্যের জয় জয় জয়ধ্বনি উঠে সারাক্ষণ।
শৃঙ্খলা’কে আন্তরিকভাবে চর্চা আর গ্রহণে,
সুখময় শান্তির নিবাস গড়ে স্বাভাবিক জীবনে।
নিউজটি পড়েছেন : ১৯৮