
আনোয়ারায় তিন চেয়ারম্যান প্রার্থীকে
বিশেষ সতর্ক বার্তা জানালেন
নির্বাচন কমিশন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদে

প্রতিদ্বন্দ্বী ৩(তিন) প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করার পরও, পুনরায় চিঠি দিয়ে সতর্ক করল নির্বাচন কমিশন।
গত বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী (দোয়াত-কলম), আব্দুল মন্নান চৌধুরী(মোটর সাইকেল) ও কাজী মোজাম্মেল হককে (আনারস) এই সতর্ক করা হয়। এর পূর্বে গত সোমবার জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে শো-ডাউন করার কারণে নির্বাচনী বিধিমালা ২০১৬, বিধি-৫ লংঘনের দায়ে প্রার্থীদেরকে কারণ দর্শানো নোটিশ প্রদান রিটার্নিং অফিসার।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদানের পর আর যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রার্থীদের চিঠি দিয়ে সতর্কও করা হলো।
এরপরও যদি উক্ত প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে, প্রার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা প্রদান করা হয়।