
দুখুমিয়া ও রবি
বিজুরী ইসলাম
নিত্য নতুন ছন্দ আনে
কবির কথায় গল্প গানে,
রবীন্দ্রনাথ বৈশাখ মাসে
কাজী নজরুল জ্যৈষ্ঠে হাসে।
প্রিয় কবি রবীন্দ্র তুমি
গুরুর পদে ভক্তি চুমি,
এসো বৈশাখ এসো এসো
গানের ছোঁয়ায় স্বপ্নে ভেসো।
ভুলি নাই তো দ্রোহের কবি
বাবরি দোলা বীরের ছবি,
গ্রামখানি তাঁর চুরুলিয়া
প্রিয় কবি দুখু মিয়া।
বঙ্গভাষার কবিতার কুল
রংবেরঙের হাজার ফুল,
বৈশাখেতে রবীন্দ্রনাথ
জ্যৈষ্ঠতে প্রিয় নজরুল।
নিউজটি পড়েছেন : ২৫০