
তেঁতুলিয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত
তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:-‘সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংরাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে আজ শনিবার(৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় সমিতি তেঁতুলিয়া যৌথ উদ্যোগে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু।
রফিকুর ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,উপজেলা মৎস কর্মকর্তা মাহাবুবুর আলম, সমবায় সমিতির সভাপতি হাসান আলী,উপজেলা আওয়ামীগের সহ সভাপতি জুলফিকার আলী জুয়েল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মামুন কবীর ও প্রশাসনের বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির ব্যক্তিবর্গ সহ আরো অনেক অনেকে উপস্থিত ছিলেন।