রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২ জন

মাধবপুর প্রতিনিধিঃ-হবিগঞ্জ ঢাকা-সিলেট এশিয়ান মহাসড়কে মাধবপুর উপজেলা রতনপুর অভার ব্রিজ সলংগ্র কভার ভ্যানের ধাক্কায় মটর মোটরসাইকেলে থাকা ২ আরোহী নিহত,১ জন সিটকে পরে গিয়ে আহত হয়েছেন। ঘঠনাটি ঘঠেছে আজ (বুধবার ১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।নিহত দুজন হলেন উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আরিফ মিয়া(১৮)পিতা মোঃ মহিউদ্দিন, লিটন মিয়া(২০)পিতা মোঃ ফরাস উদ্দিন, আহত মোঃ রনি পিতা মেঃ জুনাঈদহাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ সালেহ আহমেদ বলেন- সন্ধায় বৃষ্টির কারণে মহাসড়কে দ্রুতগতির কভার ভ্যানের ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী চাকার নিছে পরে নিহত হয়েছেন, অন্যজন ছিটকে পরে গিয়ে আহত হয়েছে, এ ঘটনায় কভার ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email