রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজ

 চট্টগ্রামে আসছেন শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজ

সিমলা সেন 

মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ-পরম পুজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামে আসছেন ১৩ই অক্টোবর শুক্রবার। স্বামীজীর আগমন উপলক্ষে ভক্তদের মাঝে বইছে আনন্দের বাতাস। স্বামীজীর আগমন উপলক্ষে নানান মাঙ্গলিক অনুষ্ঠানমালার উদ্দ্যেগ গ্রহন করেছে ভক্ত বৃন্দরা। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম অবস্থান কালীন স্বামীজী নগরীর পাথরঘাটা ব্রীকফিল্ড রোডস্থ মতিনাবাদ আবাসিকের বনিকভবনে অবস্থান করবেন। স্বামীজীর অন্যতম ভক্ত অ্যাডভোকেট শ্রী সৌমেন শর্ম্মা শুভেচ্ছা নিউজকে বলেন, স্বামীজীর আগমনে আমরা অত্যান্ত আনন্দিত, তিনি দীর্ঘদিন পর চট্টগ্রামে আসবেন। আমি সকল গুরুভাই বোনদের পুষ্পবৃষ্টির মাধ্যমে গুরুদেবকে বরণ করে আশীর্বাদ গ্রহনের জন্য প্রতি অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য যে, স্বামীজী বাংলাদেশ থাকাকালীন ঢাকা, বান্দরবান, সাতকানিয়ার বাজালিয়া, নোয়াখালীর মাইজদিতে দীক্ষা প্রদানসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email